রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচার এবং গোপালগঞ্জে হামলাকারী সন্ত্রাসীদের দাবিতে সাতক্ষীরায় যৌথ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় সাতক্ষীরার খুলনা রোডের মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা ব্যানারে এই যৌথ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব সোহাইল মাহাদিন সাদীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।, এনসিপি সাতক্ষীরার সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আক্তারুজ্জামান, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, জুলাই আন্দোলনের ছাত্র সংগঠক রাজিবুল ইসলাম মোড়ল, ছাত্র অধিকার পরিষদের আব্দুল আজিজ নয়ন, জুলাইয়ে আহত ওমর রাহাতের মা রোজিনা পারভীন, অ্যাডভোকেট শাহরিয়ার হাসিব, ইসলামী আন্দোলনের ওমর ফারুক, হাফেজ আনিসুর রহমান প্রমূখ।
বক্তারা জুলাই বিপ্লবে অংশ নেওয়া আন্দোলনকারিদের উপর হামলাকারীদের দ্রুত শাস্তির দাবি জানান।

(আরকে/এএস/জুলাই ১৭, ২০২৫)