রাজন্য রুহানি, জামালপুর : অপারেশন ডেভিল হান্টে জামালপুরের বকশীগঞ্জে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে ওই দুই নেতাকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার নিলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মুনসর আলী মঞ্জু (৬০) ও তার ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সহ সাংগঠনিক সম্পাদক বায়েজীদ হোসেন কাঞ্চন (৩০)।

পুলিশ সূত্র জানায়, ডেভিল হান্ট অপারেশনে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মুনসর আলী মঞ্জু ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বায়েজীদকে আটক করা হয়।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ডেভিল হান্ট অপারেশনে ওই দুইজনকে আটক করা হয়। বৃহস্পতিবার আটককৃতদের কোর্টে প্রেরণ করা হয়েছে।

(আরআর/এসপি/জুলাই ১৭, ২০২৫)