সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থির অবনতি ও আওয়ামী লীগ, ছাত্রলীগসহ তাদের অঙ্গ সংগঠনের সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাগেরহাটে জেলা যুবদল।

আজ বৃহস্পতিবার সকালে যুবদল জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজনের নেতৃত্বে শহরের স্বাধীনতা উদ্যান থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে নুর মসজিদ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে কয়েক হাজার যুবদলের নেতাকর্মী অংশ গ্রহন করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন, যুবদল নেতা মো. জাহাঙ্গীর হোসেন, সুমন পাইক, আবুল হাসান, মোহাম্মদ ইব্রাহিম হোসেন, শেখ জিয়াউর রহমান, শেখ দেলোয়ার হোসেন।

মিছিল শেষে শহরের নুর মসজিদ মোড়ে সমাবেশে বক্তব্যে জেলা যুবদল নেতারা বলেন, সারা দেশের আইন শৃংখলা পরিস্থির অবনতি জন্য এখন মানুষের জানমালের কোর নিরাপত্তা নেই। সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে। অবিলম্বে দেশে অরজগতা সৃষ্টিকারী আওয়ামী লীগ, ছাত্রলীগসহ তাদের অঙ্গ সংগঠনের সন্ত্রাসীদের আবিলম্বে গ্রেফতারের দাবি জানান তারা।

(এস/এসপি/জুলাই ১৭, ২০২৫)