দিলীপ চন্দ, ফরিদপুর : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গোপালগঞ্জ এখন ফ্যাসিবাদ ও সন্ত্রাসের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। সাধারণ মানুষের ওপর যেসব সন্ত্রাসী হামলা চালাচ্ছে, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।’

আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘এই যাওয়া শেষ যাত্রা নয়। আমরা আবারও গোপালগঞ্জ যাবো। জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি গ্রামে যাবো, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে সাধারণ মানুষকে মুক্ত করেই ঘরে ফিরবো।’

তিনি আরও জানান, গোপালগঞ্জের দমননীতি ও অপশাসনের প্রতিবাদে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ অব্যাহত থাকবে। আগামী ৩ আগস্টের মধ্যে সারা দেশে এই কর্মসূচি সম্পন্ন করা হবে বলে তিনি জানান।

ফরিদপুরবাসীর উদ্দেশে নাহিদ বলেন, ‘আমরা ফরিদপুরের মানুষের ন্যায্য অধিকার রক্ষার জন্য এসেছি। এখানকার গণতান্ত্রিক লড়াইয়ে আমরা সক্রিয়ভাবে পাশে থাকবো।’

এর আগে, দুপুর ২টা ১০ মিনিটে ফরিদপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে নেতৃবৃন্দ জনতা ব্যাংক মোড়ে সমাবেশে যোগ দেন।

পদযাত্রায় অংশ নেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সচিব ডা. তাসনিম জারা, জ্যৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সাংগঠনিক নেতা নাসিরউদ্দিন পাটুয়ারী, ফরিদপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী নীলিমা দোলা এবং বৈষম্যবিরোধী ফরিদপুর ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ রিয়াজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

(ডিসি/এসপি/জুলাই ১৭, ২০২৫)