দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারা দেশে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে ফরিদপুরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলের দিকে শহরের জনতা ব্যাংক মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদলের ফরিদপুর জেলা শাখার সভাপতি রাজিব হোসেন। বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা শামীম তালুকদার, কে এম জাফর প্রমুখ।

বক্তারা বলেন, "বর্তমান সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। জনগণের নিরাপত্তা হুমকির মুখে।"

তারা আরো বলেন, "গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্র, বিচার ব্যবস্থা ও মৌলিক অধিকারকে ধ্বংস করেছে। যদিও সরকার চলে গেছে, কিন্তু তাদের রেখে যাওয়া দালালচক্র এখনো সক্রিয়। তারা একের পর এক ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছে।"

বক্তারা এসব ষড়যন্ত্রকারীদের রুখতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান।

সমাবেশে জাতীয়তাবাদী যুবদলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ডিসি/এসপি/জুলাই ১৭, ২০২৫)