শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে দিনমজুরের মৃত্যু

শ্রীনগর প্রতিনিধি : মুন্সিগঞ্জের শ্রীনগরেে ট্রেনে কাটা পড়ে আল আমিন (৩৫) নামের এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি কুড়িগ্রাম জেলার গাড়িমরা গ্রামের আছর উদ্দিনের ছেলে। আজ বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার কামারখোলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কামারখোলা এলাকায় রেললাইনের উপর দিয়ে হাঁটছিলেন ওই ব্যক্তি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মাওয়াগামী একটি ট্রেন তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রেনের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মারা যান।
শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সালমান রহমান জানান, খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে মরদেহটি রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মৃত আল-আমিন শ্রীনগর ও মাওয়া এলাকায় দিনমজুর হিসেবে বিভিন্ন কাজ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
(এএ/এসপি/জুলাই ১৭, ২০২৫)