ঈশ্বরদী প্রতিনিধি : পদ্মা নদী এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, গুলি, মাদকদ্রব্য, কঙ্কাল, নগদ টাকা, মোবাইল ফোনসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর হতে দিনব্যাপী সেনাবাহিনী পরিচালিত অভিযানে বাপ্পি (৪০) ও সোহাগ (৩৯ কে গ্রেফতার করা হয়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার পদ্মা নদীতে সেনাবাহিনীর অভিযান পরিচালনার বিষিয়টি নিশ্চিত করে জানান, পার্শ্ববর্তী লালপুর উপজেলার সীমানার মোল্লার চর থেকে অস্ত্র ও গুলিসহ ২ জন আটক হয়েছে। আটককৃতদের ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে।

স্থানীয়রা জানান, ঈশ্বরদী সাঁড়াঘাটের সন্নিকটে পদ্মা নদীর চর এলাকায় দীর্ঘদিন ধরে নদীতে বালু কাটার নামে অবৈধ কার্যকলাপ চলছিল বলে অভিযোগ ছিল। অভিযানের সময় একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, বিপুল পরিমাণ মাদকদ্রব্য (ইয়াবা ও ফেনসিডিল), একটি মানব কঙ্কাল, চারটি মোবাইল ফোন, নগদ প্রায় এক লাখ টাকাসহ ২ জনকে আটক হয়েছে।

ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন জানান, আটককৃত দুইজনের বাড়ি ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়িয়া এলাকায়। সন্ধ্যা সাড়ে সাতটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাজের চাপে বিস্তারিত তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। কাজ চলছে, তথ্য দিতে আরও সময় লাগবে বলে জানান তিনি।

ঈশ্বরদী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় এবং সন্ত্রাস-চাঁদাবাজি-অপতৎপরতা নির্মূলে এইধরণের অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

(এসকেকে/এসপি/জুলাই ১৭, ২০২৫)