ফরিদপুরে জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল পথসভা

দিলীপ চন্দ, ফরিদপুর : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর শান্তিপূর্ণ পদযাত্রায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে ফরিদপুর জেলা জামায়াতে ইসলামী এক বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে শহরের কাঠপট্টি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানেই অনুষ্ঠিত হয় পথসভা।
পথসভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা জামায়াতের নেতা ইমতিয়াজ উদ্দিন আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক আবদুত তাওয়াব। আরও বক্তব্য রাখেন থানা আমীর জসীমউদ্দীন, জেলা নায়েবে আমীর আবুল বাশারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় হামলা চালিয়ে আওয়ামী লীগ তাদের ফ্যাসিবাদী আচরণেরই বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তারা এই বর্বর হামলার তীব্র নিন্দা জানান এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
নেতারা আরও বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ দেশকে জিম্মি করে রেখেছিল। তবে ৫ আগস্টের পট পরিবর্তনের পর জনগণ সত্যিকার অর্থে মত প্রকাশ ও বাকস্বাধীনতার সুযোগ পাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে দেশের সব রাজনৈতিক দলের কর্মসূচি পালনের অধিকার নিশ্চিত করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তারা।
পথসভা শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং এতে জামায়াতের নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
(ডিসি/এসপি/জুলাই ১৭, ২০২৫)