পাংশা উপজেলা ও পৌর যুবদলের মিছিল

একে আজাদ, রাজবাড়ী : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে বিশাল বিক্ষোভ মিছিল করেছে রাজবাড়ীর পাংশা উপজেলা ও পাংশা পৌর যুবদলের নেতাকর্মীরা। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে উস্কানি মূলক মিথ্যাচার,অপপ্রচার ও মিটফোর্ডের নৃশংস হত্যা কাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যুবদলের রাজবাড়ী জেলা শাখার বিক্ষোভ আয়োজনে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আরিফুল ইসলাম ও সদস্য সচিব মোঃ সেলিম সরদারের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল সকালে পাংশা সরদার বাসষ্ট্যান্ড এলাকা থেকে শতাধীক মোটর সাইকেল নিয়ে জেলা যুবদলের কর্মসূচীতে যোগদান করেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রাজবাড়ী জেলা যুবদলের আহবায়ক ভিপি বকুলের সভাপতিত্বে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
(একে/এএস/জুলাই ১৮, ২০২৫)