কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : একটি অভিযোগের গণশুনানীর সময় অনুমতি ছাড়া ভিডিও ধারণ করে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের সংরক্ষিত এক নারী ইউপি সদস্য সহ তিন জনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার ১৬ জুলাই রাতে গড়াডোবা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: আনোয়ার হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় পরিষদের ইউপি সদস্য কাঞ্চন মিয়া, আলমঙ্গীর, আবু হানিফা ও আনিছুল হকসহ আরও কয়েক জনকে স্বাক্ষী রাখা হয়েছে। মামলায় গড়াডোবা ইউনিয়ন পরিষদের ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মঞ্জুর আক্তার সহ নেত্রকোনার সদর উপজেলার কেগাতী ইউনিয়নের নারিয়াপাড়া গ্রামের মহিউদ্দিন তালুকদার (৪৫) ও আটপাড়া উপজেলার সরমুশিয়া ইউনিয়নের যাদবপুর গ্রামের তানজিলা শা রুবিকে (৩৫) আসামী করা হয়েছে। মহিউদ্দিন তালুকদার ও তানজিলা শা রুবি নিজেদেরকে গণমাধ্যম কর্মী বলে দাবি করছেন।

জানা য়ায় গত ২৯ মে সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা গড়াডোবা ইউনিয়ন পরিষদে গিয়ে একটি অভিযোগের গণশুনানী শুরু করেন। এ সময় মহিউদ্দিন তালুকদার অনুমতি ছাড়াই গণশুনানী কক্ষে প্রবেশ করে ভিডিও ধারণ শুরু করেন। তাকে নিষেধ করার পরও তিনি ২০ মিনিট ভিডিও ধারণ করে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) প্রচার করে বিভ্রান্তির সৃষ্টি করেন। এছাড়া গত ০২ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ওই ইউনিয়নে হোল্ডিং এসেসমেন্ট কার্যক্রম উদ্ভোধন করতে গেলে সংরক্ষিত নারী ইউপি সদস্য মঞ্জুরা আক্তার ও তানজিলা শাহ রুবির সহায়তায় মহিউদ্দিন তালুকদার পরিষদের গিয়ে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে মিডিয়ায় অপপ্রচার করার হুমকি দেন। এদিকে ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেনের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট আদালতে মামলা দায়ের করেন মঞ্জুরা আক্তার।

গত ১০ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সকল ইউপি সদস্যের উপস্থিতিতে ওই মামলার তদন্ত শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। সূত্র জানায়, তদন্তকালে নারী ইউপি সদস্য মঞ্জুরা আক্তার কে জিজ্ঞাসাবাদের সময় উত্তেজিত হয়ে উপজেলা প্রশাসনকে উদ্দেশ্য করে আপত্তিকর কথা বার্তা শুরু করেন। এ সময় মহিউদ্দিন তালুকদার ও তানজিলা শাহ রুবি কৌশলে আংশিক ভিডিও ধারণ করে বিকৃত ভাবে ফেসবুক আইডিতে প্রচার করেন।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে অশ্লিল ভাষা ব্যবহার করে অপপ্রচার চালাতে থাকেন। অভিযোগ রয়েছে মহিউদ্দিন তালুকদার গত ১৩ জুলাই তার সামাজিক যোগাযোগ মাধ্যম আইডি থেকে ‘মহিলা ইউপি সদস্যকে মেম্বারি চুদিয়ে দেব’ ইউএনওর উদৃতি দিয়ে ফেসবুকে আরেকটি পোস্ট করেন। এছাড়া তানজিলা শাহ রুবিও তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে ইউএনও ও ইউপি কর্মকর্তাদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য প্রচার করেন। জানতে চাইলে মামলার বাদী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, আমি বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদের (সচিব) প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব পালন করেছি। সাংবাদিকদের তথ্যও দিয়েছি। কিন্তু মহিউদ্দিন তালুকদার ও তানজিলা শাহ রুবি নিজেদেরকে গণমার্ধ্যম কর্মী দাবি করে আমার নিকট যেভাবে চাঁদা দাবি করেছেন এবং যে ধরনের আচরন করে সংবাদপত্র নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে বিভ্রান্তি মূলক অপপ্রচার চালিয়েছেন তা সরকারি কাজে বাধা এবং কর্মকর্তাদের বø্যাকমেইল করার সামিল। মঞ্জুরা আক্তারের সহায়তায় মহিউদ্দিন তালুকদার ও তানজিলা শাহ রুবি অপপ্রচার চালিয়ে উপজেলা প্রশাসন সহ ইউনিয়ন পরিষদের মানহানি করেছেন। তাদের অপকর্মের বিচার দাবিতে মামলা করেছি।

গণমাধ্যম কর্মী হিসাবে দাবি করা মহিউদ্দিন তালুকদার বলেন, আমরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছি। তথ্য প্রমান নিয়েই ফেসবুকে প্রচার করেছি। তবে ইউএনও কে নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম তা নিয়ে আপত্তি উঠার পর পোস্টটি ডিলেট করে দিয়েছি। মূলত আমাদের কে হয়রানি করার জন্য এ মামলা করা হয়েছে। নারী ইউপি সদস্য মঞ্জুরা আক্তার বলেন, প্রকল্পের চেক উদ্ধারের জন্য ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অতিরিক্ত ম্যাজিট্রেট আদালতে মামলা দায়ের করায় ক্ষিপ্ত হয়ে আমাকে হয়রানী করার জন্য আমি সহ আরও দুই জনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ইমদাদুল হক তালুকদার বলেন, সাংবাদিকগণ দেশ ও সমাজের দর্পণ। কিন্তু মহিউদ্দিন তালুকদার তানজিলা শাহ রুবি কোন মিডিয়ায় কাজ করেন তা জানি না। তবে তারা নারী ইউপি সদস্য মঞ্জুরা আক্তারের যোগসাজসে সাংবাদিকতার নাম করে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের কর্মকান্ডকে বিতর্কিত করার জন্য গোপন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে মানহানীকর পোস্ট দিয়েছেন তা অত্যান্ত নিন্দনীয়। তাদের বিচার দাবিতেই ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বাদি হয়ে সাইবার সুরক্ষা আইনে থানায় মামলা দায়ের করেছেন।

(এসবিএস/এএস/জুলাই ১৮, ২০২৫)