নারায়ণগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মো: শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটি ঘটে ১৭ জুলাই ভোররাত ৩টা ৩০ মিনিটে। সদর মডেল থানাধীন হাজিগঞ্জ কিল্লারপুল এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর অবস্থানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি পিকআপ গাড়িতে থাকা কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় পুলিশ ধাওয়া করে দু’জনকে আটক করতে সক্ষম হয়।
আটক ব্যক্তিরা হলেন-
১) মোঃ সোলেমান (৪২), পিতা- জয়নাল আবেদীন, সাং- ফতেহাবাদ, থানা- দেবীদ্বার, জেলা- কুমিল্লা; বর্তমানে ভাড়াটিয়া, নগর খানপুর, নারায়ণগঞ্জ।
২) মো: জোবায়ের সরকার (১৯), পিতা- শরিফ সরকার, সাং- দুলালপুর, থানা- ব্রাহ্মণপাড়া, জেলা- কুমিল্লা।
তাদের ব্যবহৃত পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচটি প্যাকেটে মোট ১৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। তবে গাড়িতে থাকা আরও দুইজন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
উদ্ধারকৃত মাদক এবং পিকআপ জব্দ করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর- ১৩, তারিখ- ১৭/০৭/২০২৫)। মামলা করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(খ)/৪১ ধারায়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
(এমএস/এএস/জুলাই ১৮, ২০২৫)