ফরিদপুরের কানাইপুরে ভুমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলা কানাইপুরের মৃধা মার্কেটের নীচ তলায় একটি ভুমি 'সেবা সহায়তা কেন্দ্রে'র উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ফরিদপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম কানাইপুরে এ 'ভূমিসেবা সহায়তা কেন্দ্র'টি উদ্বোধন করেন। এ সময় কানাইপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. ফিরোজ মিয়া তাঁর সাথে উপস্থিত ছিলেন।
এ ভূমিসেবা সহায়তা কেন্দ্রে টাঙানো তালিকা দেখে কানাইপুরের স্থানীয় বাসিন্দারা সরকারের নির্ধারিত নির্দিষ্ট ফী জমা দিয়েই ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান (পর্চা) ও জমির নকশা সহ ভূমি সংক্রান্ত বেশকিছু সেবা গ্রহণ করতে পারবেন। এতে স্থানীয় জনগণের ভোগান্তি, অর্থ, হয়রানি ও সময় সাশ্রয় হবে।
এর আগে গত ৭ জুলাই কানাইপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় নেতা মো. সাদিক হোসেনকে চারটি শর্ত সাপেক্ষে এবিষয়ে একটি সরকারি অনুমতিপত্র প্রদান করেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান মোল্যা।
ভুমিসেবা সহায়তা প্রদানসহ এলএসএফসি স্থাপনের জন্য অনুমতি পত্রে- 'ভূমিসেবা সহায়তা নির্দেশিকা,২০২৫' এর ৫ এ বর্ণিত সকল ভূমিসেবায় সহায়তা প্রদানের জন্য চারটি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে মো. সাদিক হোসেন বরাবর ও 'সিকদার কম্পিউটার ট্রেনিং সেন্টার' নামের এলএসএফসি'র অনুকূলে অনুমতিপত্রটি জারি করেন তিনি। (যার অনুমতিপত্র নং-ফরিদপুর ২২/২০২৫)। নবায়নযোগ্য এ অনুমতিপত্রের মাধ্যমে মো. সাদিক হোসেন তাঁর ভূমিসেবা সহায়তা কেন্দ্রে ২০২৭ সালের ৬ জুলাই পর্যন্ত নির্বিঘ্নে এলাকাবাসীর ভূমি সংক্রান্ত বেশকিছু সরকারি সেবা দিয়ে যেতে পারবেন।
ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার অধীনস্থ কানাইপুরের এ ভূমিসেবা সহায়তা কেন্দ্রটি উদ্বোধনকালে ফরিদপুর সদর উপজেলার সহকারি কমিশনার (ভুমি) মো. শফিকুল ইসলাম জানান, 'আজ থেকে এই ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে স্থানীয় এলাকাবাসী তাঁদের ভূমি সংক্রান্ত বেশকিছু সরকারি সেবা কোনো প্রকার ভোগান্তি ও সময়ক্ষেপন ছাড়া খুব সহজেই গ্রহণ করতে পারবেন।' এছাড়া, 'জনগণের ভূমি সংক্রান্ত জটিলতা কমাতে ও ভূমিসেবাকে জনগণের হাতের নাগালে পৌঁছে দিতে এসব 'ভূমিসেবা সহায়তা কেন্দ্র' জনস্বার্থে পরিচালিত বাংলাদেশ সরকারের একটি বিশেষ উদ্যোগ' বলেও উল্লেখ করেন এসিল্যান্ড শফিকুল।
(আরআর/এএস/জুলাই ১৮, ২০২৫)