দিলীপ চন্দ, ফরিদপুর : জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে মৌন মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

আজ শুক্রবার সকালের দিকে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়, সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ। এতে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, খন্দকার ফজলুল হক টুলু, দেলোয়ার হোসেন দিলা, যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের নেতা মোজাম্মেল হোসেন মিঠু। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপি নেতা শামীম হোসেন।

বক্তারা বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জরুরি নির্বাচন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।”

তারা আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাবে। এজন্য সবাইকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।”

সমাবেশ শেষে চকবাজার জামে মসজিদে ফরিদপুরের শহীদ ছয়জনসহ গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

(ডিসি/এসপি/জুলাই ১৮, ২০২৫)