মো: শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ সিটি করপোরেশনের হকার্স মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে গেছে অন্তত ৩০টি দোকানসহ অর্ধকোটি টাকার মালামাল।

আজ শুক্রবার সকালের দিকে একটি ব্যাটারির দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশেপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শহরের মন্ডলপাড়া থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে আটটায় আগুন নিয়ন্ত্রণে আনে।

হকার্স মার্কেটের পুড়ে যাওয়া দোকান গুলোতে তৈরি পোশাক বিক্রি করা হতো। এই মার্কেটে প্রায় দুই শতাধিক দোকান আছে।

মন্ডলপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া জানিয়েছেন, আগুনের সূত্রপাত কোথা থেকে তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমানও নিরুপন করা যায়নি। তদন্ত চলছে।

(এস/এসপি/জুলাই ১৮, ২০২৫)