একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই-গণঅভ্যুত্থান ও পূর্ণজাগরণের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৫ শুরু হয়েছে। 

আজ শুক্রবার বিকেলে পাংশা জর্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাংশা মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন উপস্থিত ছিলেন পাংশা শিল্প বণিক সমিতির সভাপতি বাহারাম সরদার পাংশা শিল্প বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার সরদার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম।টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম আরো উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধার আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এক আজাদ।

উল্লেখ্য, পাংশা উপজেলা দশটি ইউনিয়ন এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করবে। টুর্নামেন্ট শুরুর প্রথম দিনে মাছপাড়া বনাম হাবাসপুর ইউনিয়ন অংশ গ্রহণ করে।

(একে/এসপি/জুলাই ১৮, ২০২৫)