মহম্মদপুরে বাজার বণিক কল্যাণ সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর বাজার বনিক কল্যাণ সমিতির নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
নব-নির্বাচিত কমিটির সভাপতি মোঃ আক্তারুজ্জামান বিল্লাহ ও সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব বিশ্বাসসহ কার্য নির্বাহী কমিটির সকল সদস্যদের শপথ বাক্যপাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ মিজানুর রহমান কাবুল।
এর আগে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও নব-নির্বাচিত কমিটির সকল সদস্যদের ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ মিজানুর রহমান কাবুল।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি). আব্দুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ জিয়াউল হক বাচ্চু, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি মোঃ আজিজুর রহমান টুটুল প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাজার বনিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব, মোঃ খসরুল আলম।
প্রধান অতিথি শাহীনুর আক্তার তার বক্তব্যে বলেন, একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে এই কমিটি নির্বাচিত হয়েছেন।তারুণ্য নির্ভর এই কমিটির মাধ্যমে মহম্মদপুর বাজার একটি মডেল বাজারে পরিনত হবে। উন্নয়ন মূলক কাজের জন্য যে কোন সহযোগিতা চাইলে তিনি করবেন বলে ব্যক্ত করেন। এছাড়া তিনি নব-নির্বাচিত কমিটির সকল সদস্য ও ব্যবসায়ীদের উত্তর উত্তর মঙ্গল কামনা করেন।
(বিএস/এসপি/জুলাই ১৮, ২০২৫)