রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে জুলাই-আগস্টে সকল শহীদের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ। দোয়া মাহফিল শেষে এক শোক র‌্যালি বের করেছেন তারা।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে পৌরসভা সংলগ্ন শহীদ সাফওয়ান অডিটরিয়াম প্রাঙ্গণে এ শোক সভা ও মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম নবাব প্রমুখ।

শোক সভা, দোয়া মাহফিল ও র‌্যালিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরআর/এএস/জুলাই ১৯, ২০২৫)