রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে "ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ গড়ি, বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করি" এই স্লোগানকে সামনে রেখে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে শহরের ফৌজদারি মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুফতী হুমায়ুন কবিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক হামিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারী জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল, উপদেষ্টা ডা. সৈয়দ ইউনুস আহমদ, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার উপদেষ্টা মো. শামছুল হক, কারী রজব আলী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মুফতী জাহিদুল ইসলাম, সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, সহ-সভাপতি মুফতী সালেহ আহমদ, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সাবেক সভাপতি এইচ এম আব্দুল্লাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি শফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা শাখা সভাপতি মো. ময়নাল হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মো. নাহিদ খান প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(আরআর/এএস/জুলাই ১৯, ২০২৫)