জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শহীদের স্মৃতি রক্ষায় দিনাজপুরে একযোগে ৮ লাখ বৃক্ষরোপণ

শাহ্ আলম শাহী, দিনাজপুর : পরিকল্পিত বনায়ন করি,সবুজ বাংলাদেশ গড়ি' শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শহীদের স্মৃতি রক্ষায় ৮ লাখ বৃক্ষরোপণ করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত এক যোগে দিনাজপুরের ১৩ টি উপজেলার ১০৩ টি ইউনিয়ন ও ৯ টি পৌর সভার বিভিন্ন স্থানে ৮ লাখ এসব ফলজ,বনজ ও ঔষুধি বৃক্ষরোপণ করা হয়।
দিনাজপুর জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে সকালে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শহীদের স্মৃতি রক্ষায় দিনাজপুরের ৯ জন শহীদের জন্য ৯ টি বৃক্ষরোপণের মাধ্যমে জেলাব্যাপী এ ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
এসময় দিনাজপুর পুলিশ সুপার মো.মারুফাত হুসাইন মারুফ, দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো.আনোয়ার হোসেন সরকার, দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম সোহেল, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ শাহীন সুলতানা, এসিল্যান্ড রোরহান উদ্দিন, সহকারী বন সংরক্ষণ নুরুন্নাহার, সদর রেঞ্জ অফিসার মান্নান, পিআইও ফেরদৌস আহম্মেদ, সমাজ সেবা অফিসার মাইনুল ইসলামসহ অন্যান্যরা উউপস্থিত ছিলেন।
(এসএএস/এএস/জুলাই ১৯, ২০২৫)