দুই পেনাল্টি মিস করেও ইউরোর সেমিফাইনালে স্পেন

স্পোর্টস ডেস্ক : নারী ইউরো কোয়ার্টার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হয়েছিলো সুইজারল্যান্ড। এই ম্যাচটিতে স্পেনকে চেপে ধরার দারুণ সুযোগ পেয়েছিলো সুইজারল্যান্ডের ফুটবলাররা। দুটি পেনাল্টি মিস করেছিল স্পেন।
তবুও, সুইজারল্যান্ড সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলো না। তাদেরকে ২-০ গোলে হারিয়ে নারী ইউরোর সেমিফাইনালে উঠে গেছে স্পেন। এ নিয়ে দ্বিতীয়বার ইউরোর সেমিতে উঠলো স্প্যানিশ মেয়েরা।
বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে ম্যাচের প্রায় পুরোটা সময় আটকে রেখেছিল সুইজারল্যান্ডের ডিফেন্ডাররা। কিন্তু দ্বিতীয়ার্ধের মাঝপথে মাত্র ৫ মিনিটের ব্যবধানে সুইসদের সব প্রতিরোধ ভেঙে দেন স্প্যানিশ ফুটবলাররা।
৬৬তম মিনিটে প্রথম গোল করেন অ্যাথেনিয়া ডেল কাস্তিলো। ৭১ মিনিটে দ্বিতীয় গোল করেন ক্লদিও পিনা। শেষ মুহূর্তে সুইজারল্যান্ডের নোয়েলে মারিৎজ লাল কার্ড দেখে মাঠ থেকে বহিস্কার হন।
২০১৩, ২০১৭ এবং ২০২২ সালে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিতে হয়েছিল স্পেনকে। দীর্ঘ সময় পর আবারও ইউরোর শেষ চারে উঠতে পারলো তারা।
গোলদাতা অ্যাথেনিয়া বলেন, ‘আমরা খুবই ভাগ্যবান যে জিততে পেরেছি এবং সেমিফাইনালে খেলতে পারছি। দল এই ম্যাচ জেতার জন্য সব কিছু করেছে। পরিবেশ অসাধারণ। আশা করি, এ ঘটনার পূনরাবৃত্তি করতে পারবো।’
(ওএস/এএস/জুলাই ১৯, ২০২৫)