রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলায় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে রিফাত শেখ (১৩) নামে এক স্কুলছাত্রের করুন মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালের দিকে উপজেলা ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত রিফাত শেখ ওই গ্রামের খায়রুল শেখের ছেলে। সে স্থানীয় চর দৌলতপুর সরস্বতী একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রিফাত গ্রামের বাড়ির পাশে মাঠে কৃষিজমিতে কর্মরত তার দাদাকে খাবার দিতে যায়। পরে ফিরে আসার সময় পায়ের কাঁদা ধোঁয়ার জন্য পাশের একটি পুকুরে নামে। এ সময় সে পা পিছলে পড়ে যেতে থাকলে মাথার ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তার ধরে আত্মরক্ষার চেষ্টা করে। এসময় বিদ্যুতের তারে সজোরে টান লাগায় সংযোগ ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে রিফাত শেখ নামে ওই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

(আরএম/এসপি/জুলাই ১৯, ২০২৫)