ঈশ্বরদীতে আওয়ামী লীগ নেতার পুত্র রনি গ্রেফতার
-arrest-19-07-25-1-1.jpg)
ঈশ্বরদী প্রতিনিধি : বৈষম্য বিরোধী এক দফা আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় নাজিম উদ্দিন খান রনিকে (৩৭) গ্রেফতার হয়েছে। শুক্রবার (১৮) জুলাই রাত ১০টার দিকে অরোণকোলা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। তিনি ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবাদুস সালাম খানের পুত্র।
থানার অফিসার ইনচার্জ আব্দুন নূর জানান, পুলিশ সুপারের নির্দেশে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় ঈশ্বরদী থানার মামলা নম্বর ১০(৮)২৪ এর তদন্তে প্রাপ্ত আসামি রনি খান গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতকে শনিবার (১৯ জুলাই) দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
(এসকেকে/এসপি/জুলাই ১৯, ২০২৫)