বাগেরহাটে হেরোইনসহ ৩ মাদক কারবারি আটক
.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের রামপাল উপজেলার আদাঘাট এলাকায় শনিবার সকালে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহীনির অভিযানে হেরোইন, হেরোইন মাপার মেশিন ও নগদ টাকাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো উপজেলার গৌরম্বা ইউনিয়নের আদাঘাট এলাকার আশিকুজ্জামানের ছেলে বায়েজিদ হাসান রাব্বি (২২), একই এলাকার জিহাদ শেখের ছেলে রবিউল ইসলাম রাজু (৩৪) ও আবুল কালাম শেখের ছেলে মোরসালিন শেখ (২৩)।
বাগেরহাট পুলিশের মিডিয়া জানায়, শনিবার সকালে রামপাল সেনা ক্যাম্পের কমান্ডার মেজর ইমরুল কায়েসের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল গোপন খবরে উপজেলার গৌরম্বা ইউনিয়নের আদাঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ৩ মাদক কারবারিকে আটক করে। পরে তাদের কাছে থেকে হেরোইন বিক্রির ১ লাখ ৯৯ হাজার টাকা, ২২ গ্রাম হেরোইন, হেরোইন মাপার একটি মেশিন, ৫টি মোবাইল ফোন, একটি মটরসাইকেল. এক হাজার টাকার জাল নোট, ব্যাংকের একটি ফাঁকা চেকের পাতা ও হেরোইন দিয়ে রাখা এক জোড়া স্বর্নের দুল উদ্ধার করা হয়। দুপুরে উদ্ধারকৃত মালামালসহ ৩ মাদক কারবারিকে রামপাল থানায় হস্তান্তর করা হয়।
(এস/এসপি/জুলাই ১৯, ২০২৫)