বাগেরহাটের ৯ জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ
-.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের ৯ জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন ও সুন্দরবন পূর্ব বিভাগ।
আজ শনিবার সকালে সার্কিট হাউস চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাগেরহাটের ৯ জুলাই শহীদ আলমগীর মোল্লা, আলিফ আহমেদ সিয়াম, মাহফুজুর রহমান, নুরু বেপারি, মো. ছাব্বির ইসলাম সাকিব, জসিম ফকির, শাহরিয়ার হাসান আলভী, বিপ্লব শেখ ও শাহিন হাওলাদারের স্মরণে বৃক্ষরোপণ করা হয়।
জুলাই শহীদদের স্মরণে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।
এ সময়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আলমগীর মোল্লার ছেলে সাগর মোল্লা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা শেখ বাদশা, শেখ সামিউল আহমেদনহ অন্যরা উপস্থিত ছিলেন।
(এস/এসপি/জুলাই ১৯, ২০২৫)