গোপালগঞ্জে ৪ মামলায় আসামী ৩০০৮, গ্রেফতার ২৭৭

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর থানায় সন্ত্রাস দমন আইনে শুক্রবার রাতে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ৪০৪ নেতাকর্মীকে আসামী করে মামলা করা হয়। গত বৃহস্পতিবার ওই সংগঠনের ৫৭৫ নেতাকর্মীকে আসামী করে একই আইনে গোপালগঞ্জ সদর থানায় মামলা করা হয়।
কোটালীপাড়া থানায় গত বৃহস্পতিবার রাতে বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ১৬৫৫ জনকে আসামি করে মামলা করা হয়।
এছাড়া কাশিয়ানী থানায় গত বৃহস্পতিবার রাতে বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ৩৭৪ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় পুলিশ বাদী হয়েছে। সংশ্লিষ্ট থানার ওসিরা এসব তথ্য জানিয়েছেন। মামলা গুলোতে ৩৫৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এসব মামলায় ২৬৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এ পর্যন্ত ৪ মামলায় জেলার ৫ থানা পুলিশ ২৮৭ জনকে গ্রেফতার করা করেছে। গত বৃহস্পতিবার রাতে ১৬৭ জনকে ও শুক্রবার রাতে ১১০ জনকে গ্রেঢতার করা হয়। গত ২ দিনে গোপালগঞ্জ থানা পুলিশ ৯২ জনকে, মুকসুদপুর থানা পুলিশ ৭৯ জনকে, কাশিয়ানী থানা পুলিশ ৫৭ জনকে , কোটালীপাড়া থানা পুলিশ ২২ জনকে ও টুঙ্গিপাড়া থানা পুলিশ ২৭ জনকে গ্রেফতার করে।
সংশ্লিষ্ট থানার ওসিরা এসব তথ্য জানিয়েছেন। গোপালগঞ্জ সিজেএম আদালতের পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, ৫ থানা থেকে গ্রেফতারকৃত ২৭৭ জনকে আদালতে আনা হয়। পরে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাদের জেলা কারগারে পাঠানোর নির্দেশ দেন। শুক্রবার ১৬৭ জনকে ও শনিবার জেলা কারগারে পাঠানো হয়েছে।
(টিবি/এএস/জুলাই ২০, ২০২৫)