ফরিদপুরে মধ্যরাতে ঢাকা-খুলনা মহাসড়কে বাসে আগুন

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কে পার্কিং করে রাখা হাইওয়ে পুলিশের আটকৃত একটি খালি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার পাশে এ আগুন লাগার ঘটনা ঘটে।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী উত্তরাধিকার ৭১ নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, 'বাসটি গত ঈদুল আযহার আগের দিন মধুখালিতে দুর্ঘটনার কবলে পড়েছিলো। পরে ঘাতক বাসটিকে আটক করে করিমপুর হাইওয়ে থানার পাশে মহাসড়কের সাইডে রেখে দেওয়া হয়েছিলো। বাসটির পাশে আরও কয়েকটি দুর্ঘটনা কবলিত আটকৃত যানবাহন রয়েছে। ওসব যানবাহনের ভেতর থেকে শুধুমাত্র বাসটিতে আগুন দেওয়া হয়েছে।' তবে, কে বা কারা আগুন দিয়েছেন, অথবা কিভাবে এই আগুনের সূত্রপাত তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি করিমপুর হাইওয়ে থানা পুলিশ ও ফরিদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা।
পরে স্থানীয় এলাকাবাসী ও ফরিদপুর ফায়ার সার্ভিস বাসটির আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে, আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বাসটি প্রায় সম্পূর্ণভাবে পুড়ে যায়।
করিমপুর হাইওয়ে পুলিশের দাবি, আটক করার পর থেকে বাসটিকে পাহারা দিতে সেটির মালিকপক্ষ থেকে একজনকে নিয়োগ দেওয়া হয়েছিলো। তিনিই বাসটি দেখে শুনে রাখতেন। তবে, বাসটিতে আগুন লাগার ঘটনা শোনার পরে তাৎক্ষণিকভাবে করিমপুর হাইওয়ে থানার কয়েকজন পুলিশ সদস্য বাসটির কাছে ছুটে গেলে ওই পাহারাদারকে সেখানে দেখা যায়নি বলেও জানান তাঁরা।
(আরআর/এএস/জুলাই ২০, ২০২৫)