গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে  কারফিউ শেষে ১৪৪ ধারা শুরু হয়েছে ।  এর আগে রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ বহাল ছিল।  জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান গতকাল শনিবার রাত সাড়ে দশটায় ১৪৪ ধারা জারি করেন। 

এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গত বুধবার গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষে চারজনের মৃত্যু হয়। এ পরিস্থিতিতে জারি করা হয় কারফিউ। এ ঘটনায় গুলিবিদ্ধ আরো একজন বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসন পরিস্থিতি বিবেচনায় মাঝে মাঝে বিরতি দিয়ে কারফিউ অব্যাহত রেখেছে। গেল রাত আটটা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত কারফিউ বহাল ছিল। এ ঘটনায় পুলিশ ৩ হাজার আওয়ামী লীগ নেতা কর্মীকে আসামি করে পৃথক ৪টি মামলা করেছে। গ্রেফতার করা হয়েছে ২৭৭ জনকে ।

কারফিউ শেষে জেলা ব্যাপী শুরু হয়েছে ১৪৪ ধারা। পরীক্ষার্থী, শিক্ষার্থী, জরুরী সেবা সমূহ ও সরকারি অফিস আদালত ১৪৪ ধারার বাইরে রয়েছে। তবে জেলায় সভা সমাবেশ ও একসাথে একাধিক মানুষের চলাচল নিষিদ্ধ রয়েছে।

সকালে সীমিত আকারে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। চলছে যানবাহন। এরমধ্যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

(টিবি/এএস/জুলাই ২০, ২০২৫)