মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদরে তল্লাসী চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। আজ রবিবার সকালের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী মাদারীপুর সদর উপজেলার 'নতুন মাদারীপুর' এলাকার আরিফ হাওলাদারের ছেলে তানজিন হাওলাদার (২০) ও একই এলাকার মামুম হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদার (২১)।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদিল হোসেন বলেন, সড়কে তল্লাসী চলাকালীন সময়ে মোটরসাইকেলে আসছিলেন ওই দুই যুবক। তাদের গাড়ি থামাতে বললে নিষেধ অমান্য করার চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক হলে তল্লাসি চালায় সেনাবাহিনীর সদস্যরা। পরে তাদের কাছ থেকে একটি চাইনিস কুড়াল উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় তানজিম হাওলাদার ও রাব্বি হাওলাদারকে। পরে সদর মডেল থানা পুলিশের কাছে আটক দুইজনকে হস্তান্তর করে সেনাবাহিনী। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনগতে ব্যবস্থা নেয়া হবে।

(এএসএ/এসপি/জুলাই ২০, ২০২৫)