বাগেরহাটে জুলাই শহীদদের স্মরণে বিএনপির বৃক্ষরোপণ
.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বাগেরহাট শহরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিএনপি।
আজ রবিবার দুপুরে দড়াটানা-ভৈরব নদী তীরে শহর রক্ষা বাঁধের পাশে এ বৃক্ষরোপণ করা হয়। বাগেরহাট জেলা বিএনপি ও কৃষক দলের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কয়েক হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, যুগ্ম আহবায়ক খাদেম নেয়ামুল নাছির আলাপ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, পৌর বিএনপির সাবেক আহবায়ক এসকেন্দার হোসেন, কৃষক দলের আহবায়ক আসাফুদৌলা জুয়েলসহ জেলা বিএনপি ও কৃষক দলের বিপুল সংখক নেতাকর্মীরা অংশ নেন।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নেয়ামুল নাছির আলাপ জানান, আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিএনপি বাগেরহাটের ৯টি উপজেলাসহ জেলা শহরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা সকল শহীদদের স্মরণ করছি। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে আমরা জনসাধারণকে আহবান জানাচ্ছি, দেশটা আমাদের সবার, আসুন সবাই মিলে বৃক্ষরোপণ করে সবুজ শ্যামল বাংলাদেশ গড়ে তুলি।
(এস/এসপি/জুলাই ২০, ২০২৫)