ঈশ্বরগঞ্জে শহীদ মতিনের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শহীদ শেখ শাহরিয়ার বিন মতিন ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৪ গণ-অভ্যূত্থানে বীর শহীদ শেখ শাহরিয়ার বিন মতিন এর স্মরণে ১ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে জেলা পরিষদ অডিটরিয়াম ঈশ^রগঞ্জে ফাউন্ডেশনের চেয়ারম্যান শহীদের বাবা শেখ মোহাম্মদ আব্দুল মতিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ নূরুল কবীর শাহীন, উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব বেলাল, ঈশ্বরগঞ্জ সরকারী কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল হান্নান, উপজেলা জামায়েত ইসলামীর সাধারণ সম্পাদক আবুল খায়ের বরকতুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, এনসিপির জেলা শাখার যুগ্ম-আহবায়ক মো. তারেক, উপজেলা শাখার আহবায়ক মোজাম্মেল হক, শহীদের মা মমতাজ বেগম, অধ্যক্ষ আলমগীর কবীর, অধ্যক্ষ তানহার আলী, প্রভাষক মাসুম বিল্লাহ, খেলাফত মজলিশ নেতা মুফতি উয়ালিউল্লাহ প্রমুখ।
(এন/এসপি/জুলাই ২০, ২০২৫)