স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : সড়ক ও মহাসড়কে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যান চলাচল বন্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যশোর সার্কেল এক বিশেষ অভিযান পরিচালনা করেছে। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলমান এই অভিযানে ২০ বছরের অধিক পুরোনো বাস-মিনিবাস এবং ২৫ বছরের অধিক পুরোনো ট্রাক-কাভার্ডভ্যানসহ অন্যান্য মোটরযান চলাচল বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

যশোর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং মালিক ও শ্রমিক ইউনিয়নের সার্বিক সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।

সকালে যশোর-নড়াইল সড়কে অভিযানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাইমুর রহমান নাইম, বিআরটিএ যশোর সার্কেলের সহকারী পরিচালক এ.এস.এম. ওয়াজেদ হোসেন, মোটরযান পরিদর্শক তারিক হাসান।

বিকেলে অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর এলাকায় অভিযান চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলার সহকারী কমিশনার আব্দুল্লাহ আল ফারুক, মোটরযান পরিদর্শক অনিমেষ মন্ডল, অফিস সহকারী স্বপন কুমার দাসসহ হাইওয়ে থানা পুলিশের একটি টিম।

বিআরটিএ যশোর সার্কেলের সহকারী পরিচালক এ.এস.এম. ওয়াজেদ হোসেন জানিয়েছেন, প্রথম দিন অভিযানে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ ১০ টি বাস-ট্রাক বন্ধ করা হয়েছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা কমাতে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। যশোর-নড়াইল সড়ক ও যশোর-খুলনা সড়কে অভিযান চালিয়ে ৪টি ফিটনেসবিহীন ও প্রয়োজনীয় কাগজপত্রের মেয়াদ উর্ত্তীণ ৪টি গাড়ির চালককে ৫ হাজার টাকা জরিমানা পূর্বক আদায় করা হয়েছে। এই অভিযানের ফলে সড়কের শৃঙ্খলা ফিরে আসবে এবং যাত্রীরা নিরাপদে চলাচল করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

(এসএমএ/এএস/জুলাই ২০, ২০২৫)