ময়মনসিংহে পিকআপ ও ১১৬ বোতল ভারতীয় মদসহ আটক ১

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা পুলিশ সুপারকাজী আখতার উল আলমের দিক নির্দেশনায় ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকারের সুতীক্ষ্ম উপস্থিত বুদ্ধিদীপ্ত কৌশল এবং নেত্রীত্বে ওসি মোজাম্মেল হক (তদন্ত) সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারত থেকে আগত বাংলাদেশে পাঁচারের সময় ১শ ১৬বোতল ভারতীয় মদ একটি ই এক্স-2 পিক-আপসহ আজিজুর রহমান হৃদয় নামে একজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।
২১ জুলাই সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া উপজেলার বাস স্ট্যান্ড টিকেট কাউন্টারের সামনে রাস্তায় একটি, ই এক্স-2 মডেলের একটি পিক আপ এবং পিকাপে বস্তায় রক্ষিত ৭০টি আইচ ভটকা (৭৫০ এম এল) ২৪টি মেঘডয়েল নঃ ১(৭৫০ এমএল), ২২টি এসি ব্ল্যাক (৭৫০ এমএল)সহ সর্বমোট ১১৬ বোতল ভারতীয় মদসহ একজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত মাদক কারবারি গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর এলাকার হানিফ সওদাগরের ছেলে আজিজুর রহমান হৃদয় বলে জানা যায়।
এ ঘটনায় মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে ধোবাউড়া থানার ওসি জানিয়েছেন।
এছাড়াও অফিসার ইনচার্জ আল মামুন সরকার বলেন, মাদকের বিরুদ্ধে ধোবাউড়া থানা সর্বদা জিরোটলারেন্স নীতিতে অবস্থান করছে। ময়মনসিংহ জেলা পুলিশের দিক নির্দেশনা ও হালুয়াঘাট সার্কেল এ এস পি সাগর সরকারের আদেশ মোতাবেক ধোবাউড়া থানা মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। সকল প্রকার মাদক ও চোরাচালান বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও ওসি আল মামুন সরকার জানান।
(এনআরকে/এএস/জুলাই ২১, ২০২৫)