রসাটমের আন্তর্জাতিক গবেষণা প্রোগ্রামে যুক্ত হয়েছে উজবেকিস্তান

বিশেষ প্রতিনিধি : উজবেকিস্তানের নিউক্লিয়ার ফিজিক্স ইন্সটিটিউট (আইএনপি) রসাটম পরিচালিত এমবিআইআর ভিত্তিক একটি কনসোর্টিয়ামের সদস্য হিসেবে যোগ দিয়েছে। এমবিআইআর একটি ফাস্ট নিউট্রন গবেষণা রিয়্যাক্টর প্রকল্প যা রসাটম রাশিয়ায় বাস্তবায়ন করছে। সম্প্রতি মস্কোতে উভয় পক্ষের মধ্যে এতদসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয় বলে রসাটমের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
কনসোর্টিয়ামে যুক্ত হওয়ার ফলে উজবেক ইন্সটিটিউটটি পরবর্তী প্রজন্মে রিয়্যাক্টর ব্যবহার নিয়ে যে গবেষণা চলছে, তাতে অংশগ্রহণ করার সুযোগ পাবে। ইন্সটিটিউটের বিজ্ঞানীরা গবেষণা কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন, বহুমুখী ব্যবহারযোগ্য প্রকল্পের উন্নয়ন এবং যৌথ বৈজ্ঞানিক কার্যক্রমের সমন্বয়ে তাৎপর্যপূর্ণ অবদান রাখতে পারবেন।
এমবিআইআর ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টারের উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান স্টেপান কালনিকভ বলেন, “এই সহযোগিতার ফলে উজবেক বিজ্ঞানীরা আধুনিক গবেষণায় যুক্ত হবার সুযোগ পাবেন এবং পরমাণু শিল্পের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবেন”।
এমবিআইআর রিয়্যাক্টর ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সেন্টার মূলত বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়াম। এই কনসোর্টিয়াম বহুমুখী ব্যবহারযোগ্য ফাস্ট নিউট্রন রিয়্যাক্টর (এমবিআইআর) এর নির্মান এবং পরিচালনায় কাজ করছে। এটি অত্যাধুনিক গবেষণা রিয়্যাক্টর ভিত্তিক একটি আন্তর্জাতিক সহযোগিতা কাঠামো, যার সদস্যদের অত্যন্ত বিরল গবেষণা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়।
(এসকেকে/এসপি/জুলাই ২১, ২০২৫)