বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈরে মাদ্রাসা ছাত্রী লামিয়া আক্তার (১৫) কে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীর চিহ্নিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার পাইকপাড়ায় কাশিমপুর হোসাইনিয়া আলিম মাদ্রাসার আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রতিবাদ বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার অধ্যক্ষ, মাওলানা মোক্তার হোসেন, বলেন মাদ্রাসা কমিটির সদস্য, দেলোয়ার হোসেন, মাদ্রাসা শিক্ষক স্বপন কুমার, শিক্ষক, ওসমান গনি, স্থানীয় ব্যক্তি বর্গ, অত্র মাদ্রাসার শিক্ষার্থী বৃন্দ।

বক্তারা অত্র মাদ্রাসার ছাত্রী লামিয়া আক্তার হত্যাকারীর দ্রুত চিন্হীত করে, দ্রুত ফাঁসির দাবি জানান।

(বিডি/এসপি/জুলাই ২১, ২০২৫)