সোনাতলায় শিক্ষার্থীদের গাছের চারা উপহার দিলেন ইউএনও

বিকাশ স্বর্নকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে বিভিন্ন জাতের চারাগাছ ও সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রামানিক। আজ সোমবার সকালে উপজেলা হল রুমে শিক্ষার্থীদের হাতে চারাগাছ তুলে দেয়া হয়।
বিতরণ পূর্ব বিদ্যালয়ের সভাপতি রাজ্জাকুল ইসলাম রাজ্জাক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ইউএনও স্বীকৃতি প্রামাণিক।
উপজেলা কৃষি অধিদপ্তর জানিয়েছে, ২০২৪/২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে কাঁঠাল জাম নিম ও বেলের চারা বিনামূল্যে বিতরণের উদ্যোগ নেয়া হয়। ফলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়েছে।এর ধারাবাহিকতায় সোমবার সকালে সবুজ সাথী স্কুলের শিক্ষার্থীদের হাতে চারাগাছ তুলে দেয়া হয়।
এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা দীপ্তি রানী রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ সাবিহা আক্তার সুরভী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নাজমুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ জামাল, পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল, সবুজ সাথী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা মোহসীনা বেগম সহ ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানেটির সঞ্চালনায় ছিলেন সবুর সাথে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদুল ইসলাম।
(বিএস/এসপি/জুলাই ২১, ২০২৫)