মহম্মদপুরে মেধাভিত্তিক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহাম্মদপুরে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কর্মক্ষমতা ভিত্তিক অনুদান প্রকল্পের আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস এর আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে মহম্মদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কলেজ পর্যায়ের কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র এবং ২০২২-২০২৩ সালের এসএসসি, সমমান এবং এইচ এসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ৩৪ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাডিএনসি স্কিম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরেরসহকারী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতি,দা) কাজী শফিউল আলম, মাগুরাজেলা শিক্ষা অফিসেরসহকারী পরিদর্শক কিশোর কুমার দাস।
এছাড়াও বক্তব্য রাখেন জামায়েত ইসলামীরমহম্মদপুর উপজেলা শাখা আমিরমোঃ নুর আহমেদ, মহম্মদপুরসরকারি আর,এস,কে,এইচ ইনস্টিটিউশন প্রধান শিক্ষক এ কে এম নাসিরুল ইসলাম,কাজী সালিমা হক মহিলা কলেজেরভারপ্রাপ্ত অধ্যক্ষমোঃ ইউনুস আলী সরদার, নহাটা এজি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরে রকর্মকর্তা কর্মচারীবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান, প্রধানগণ ও অভিভাবকবৃন্দ, মেধাবী শিক্ষার্থীরা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মহিদুল ইসলাম।
(বিএস/এসপি/জুলাই ২১, ২০২৫)