শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, ধর্ষকের ১০ বছরের আটকাদেশ

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে ৬ বছর বয়সী মাদরাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে মো. কাওছার নামে এক শিশুকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। ২০১৬ সালে করা মামলায় তখন ধর্ষকের বয়স ছিল ১২ বছর। আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ শিশু আদালত-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আটকাদেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৫ মে বিকেলে পৌর শহরের জঙ্গলপাড়া এলাকায় ঘরে একা পেয়ে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে প্রতিবেশী শফিকুল ইসলামের ছেলে মো. কাওছার। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে ঘটনার পরদিন জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট মো. ফজলুল হক জানান, শিশুছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। মামলার সময় ধর্ষকের বয়স ছিল ১২ বছর।
(আরআর/এসপি/জুলাই ২১, ২০২৫)