জাসাসের মানববন্ধন ও পথসভা
জিয়া ও তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফরিদপুরে কর্মসূচি

দিলীপ চন্দ, ফরিদপুর : কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে ফরিদপুর শহরে এ কর্মসূচির আয়োজন করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্যের প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের জেলা সভাপতি অ্যাডভোকেট সৈয়দ রাশিদুল আলম তুহিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, তাঁতীদলের সদস্যসচিব সাহেদা বেগম প্রমুখ। এ সময় জাসাসের সদস্যসচিব আরিফ বকুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান এবং তারেক রহমানকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে অশালীন ও কটূক্তিপূর্ণ বক্তব্য ছড়ানো হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপি নেতা-কর্মীদের নামে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে এবং প্রোপাগান্ডা চালাচ্ছে।
বক্তারা আরও বলেন, গত ১৭ বছর ধরে বিএনপির নেতা-কর্মীরা স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে মাঠে থেকেছেন, কারাভোগ করেছেন এবং জনগণের পক্ষে কথা বলেছেন। অথচ আজ তাদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।
তারা বলেন, বিএনপি একটি গণমুখী দল এবং সংস্কার বা পরিবর্তনের জন্য একটি নির্বাচিত সরকারের প্রয়োজন। আগামীতে যেই সরকার ক্ষমতায় আসুক, সেই সরকারই সংসদে গিয়ে দেশের প্রয়োজনে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করবে।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান। একইসঙ্গে জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে উদ্দেশ্যমূলকভাবে যারা প্রোপাগান্ডা চালাচ্ছেন, তাদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।
(ডিসি/এসপি/জুলাই ২১, ২০২৫)