মাদ্রাসার প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় নিহত হত্যাকারীর নামে মামলা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামের গাওয়াতুল কোরান হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক শরিফুল গাজীকে পিটিয়ে হত্যার ঘটনায় নিহত হত্যাকারীর নামে মামলা দায়ের করা হয়েছে। ররিবার রাতে নিহতের ভাই মুকিত গাজী বাদি হয়ে ক্ষুব্ধ গ্রামবাসির হাতে নিহত শাহাপুর গ্রামের রিয়াজুল ইসলাম রাজুর নাম উল্লেখ করে এ মামলা দায়ের করেন।
নিহত মাদ্রাসা শিক্ষকের নাম শরিফুল গাজী (৩৮)। তিনি তালা উপজেলার হরিহরনগর গ্রামের মৃত আলিমুদ্দিন গাজীর ছেলে ও শাহাপুর গাওয়াতুল কোরান হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক।
অপর নিহতের নাম আর রাজু গাজী(৩৬)। তিনি শাহাপুর গ্রামের খোকন গাজীর ছেলে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাঈনুদ্দিন জানান, গাওয়াতুল কোরান হাফিজিয়া মাদ্রাসার দুইজন শিক্ষার্থীর সঙ্গে অশোভনীয় আচরণ করায় শাহাপুর গ্রামের মোস্তফা ওরফে খোকনের ছেলে রিয়াজুল ইসলাম রাজু বেঞ্চের চৌকাঠ দিয়ে প্রধান শিক্ষক শরিফুল গাজীকে পিটিয়ে হত্যা করে। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ গ্রামবাসি রাস্তা থেকে তুলে এনে রিয়াজুল ইসলাম রাজুকে পিটিয়ে হত্যা করে। শরিফুল ইসলামকে হত্যার ঘটনায় রিয়াজুল ইসলাম রাজুর নাম উল্লেখ করে ররিবার রাতে মামলা করলেও রিয়াজুল ইসলাম রাজুকে পিটিয়ে হত্যার ঘটনায় সোমবার সন্থ্যা সাড়ে ৬টা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
(আরকে/এসপি/জুলাই ২১, ২০২৫)