রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন প্রকল্পের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তত্বাবধানে এ আয়োজন করা হয়।

সভায় নড়াইল জেলা শিক্ষা কর্মকর্তা (অ.দা.) মোঃ মহিউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র।

লোহাগড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুনের সঞ্চালনায় বক্তব্য দেন মনিটরিং এন্ড ইভালুয়েশন শাখার (মাউশি) মনিটরিং কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহম্মদ আনোয়ার হোসেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, জামায়াতের আমির মোঃ হাদিউজ্জামান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুরাদুজ্জামান, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন প্রমুখ।

মনিটরিং এন্ড ইভালুয়েশন শাখার (মাউশি) মনিটরিং কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, বলেন, পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিমের আওতায় মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান গুলোকে তাদের পারফরমেন্সের ভিত্তিতে অনুদান প্রদান করা হয়। এই বছর লোহাগড়ায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২-২৩ সালের ১৯ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে।

(আরএম/এসপি/জুলাই ২১, ২০২৫)