কাউন্সিলের মাধ্যমে বিএনপির দুইটি কমিটি গঠন
..jpg)
আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : দীর্ঘ আট বছর পর উৎসবমূখর পরিবেশের মধ্যদিয়ে ত্রি-বার্ষিক কাউন্সিলে বরিশালের বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কাউন্সিলে অপর প্রতিদ্বন্ধী প্রার্থীরা সমর্থন দিয়ে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।
ফলে একক প্রার্থী হিসেবে এবং কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে মো. শাহ আলম মিঞাকে উপজেলা বিএনপির সভাপতি ও রিয়াজ উদ্দিন আহমেদ মৃধাকে সাধারণ সম্পাদক এবং ইমরান হোসেন প্রিন্সকে পৌর বিএনপির সভাপতি ও হাবিবুর রহমান জুয়েলকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার (২১ জুলাই) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি শাহ আলম মিঞা।
সূত্রমতে, এর আগে ২০ জুলাই দিনভর উজিরপুর উপজেলার গুঠিয়ায় বাইতুল ভিউ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির (বরিশাল বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। বানারীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক শাহ আলম মিঞার সভাপতিত্বে কাউন্সিলের উদ্বোধণ করেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক আবুল হোসেন খান। প্রধান বক্তা ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু। বিশেষ বক্তা ছিলেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন।
বিশেষ অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
(টিবি/এসপি/জুলাই ২১, ২০২৫)