ফরিদপুরে গোপন অভিযানে অস্ত্র উদ্ধার, চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে সেনাবাহিনীর কড়া বার্তা

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে সন্ত্রাসবিরোধী অভিযানে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে যৌথ বাহিনী।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, সোহেল ও আবেদ নামের দুই কুখ্যাত সন্ত্রাসী দীর্ঘদিন ধরে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় পিস্তল ঠেকিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি করে আসছিল। তাদের এসব অবৈধ কর্মকাণ্ডের সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর ফরিদপুর আর্মি ক্যাম্প থেকে গোয়েন্দা নজরদারি শুরু করা হয়।
এক পর্যায়ে জানা যায়, ওই সন্ত্রাসী চক্রটি শহরের তাম্বুলখানা এলাকার একটি পরিত্যক্ত স্থানে অস্ত্র লুকিয়ে রেখেছে। তথ্য যাচাই-বাছাইয়ের পর ২১ জুলাই (মঙ্গলবার) সকালে ফরিদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি যৌথ টাস্ক ফোর্স সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানে চীনের তৈরি একটি ৭.৬৫ মিমি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে এবং বর্তমানে বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় বাসিন্দারা সেনা বাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং শহরের সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে এমন অভিযানের ধারাবাহিকতা কামনা করেছেন।
(ডিসি/এএস/জুলাই ২২, ২০২৫)