রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বৈদ্যুতিক সট সার্কিটের ফলে দুটি বাড়িতে আগুন লেগে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভুত হয়েছে। রবিবার রাত ৯টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালি ইউনিয়নের কৈখালি গ্রামে এ ঘটনা ঘটে।

কৈখালি গ্রামের কৃষ্ণপদ বৈদ্য জানান, একই গ্রামের শ্যামাকান্ত বাছাড় ও রমাকান্ত বাছাড় যৌথভাবে ঘরবাড়ি বানিয়ে বসবাস করেন। শ্যামকান্ত বাছাড়ের ছেলে রুপ কুমার বাছাড় তার ভগ্নিপতি।

রবিবার রাত ৯টার দিকে তার বোন ও দুই ভাগ্নে তাদের বাড়িতে ছিলেন। ভগ্নিপতিসহ অন্যরা দলুয়া বাজারে মুজুরির টাকা আনতে যান। দুটি বসত ঘরে তালা দেওয়া ছিল। এ সময় রুপ কুমার বাছাড়ের ঘরের মধ্যে ব্যাটারি চার্জ দেওয়ার এডাপটার থেকে সট শার্কিট হয়ে আগুন লেগে যায়। স্থানীয়রা খবর পেয়ে তিনটি শ্যালো মেশিন দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। দেখতে দেখতে আগুনের লেলিহান শিখা দুটি বসত বাড়িতে জমি কেনার জন্য গচ্ছিত রাখা নগদ দেড় লাখ টাকা, জাতীয় পরিচয়পত্র, জমির দলিল, প্রয়োজনীয় কাগজপত্র, ব্যবহৃত আসবাবপত্র, থালা-বাসনসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভষ্মীভ‚ত হয়ে যায়। বর্তমানে ওই পরিবারের সদস্যরা এক কাপড়ে দিন কাটাচ্ছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর রহমান জানান, তিনি বিষয়টি লোক মুখে জানলেও মঙ্গলবার দুপুর দুটো পর্যন্ত তার কাছে কোন লিখিত অভিযোগ করা হয়নি।

(আরকে/এএস/জুলাই ২২, ২০২৫)