বাগেরহাটে হিন্দু যুবতীর ভাসমান মরদেহ উদ্ধার

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের চিতলমারীতে চিংড়ি ঘের থেকে অর্পিতা সাহা (১৯) নামের এক যুবতীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ মঙ্গলবার সকালে উপজেলার বোয়ালিয়া ভ্যান স্টান্ড এলাকার পরিতোষ বালার চিংড়ি ঘের থেকে তার মৃত্যুদেহ উদ্ধার করে। অর্পিতা সাহা চিতলমারী বাজারের আনন্দ সাহার মেয়ে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, অর্পিকা সাহা সোমবার সকাল থেকে নিখোঁজ ছিল। আজ মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ চিংড়ি ঘের থেকে অর্পিতা সাহার মৃত্যুদেহ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
(এস/এসপি/জুলাই ২২, ২০২৫)