মাইলস্টোনে নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতের দ্রুত আরোগ্য কামনা সাতক্ষীরা জেলা মন্দির সমিতির

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এণ্ড কলেজে প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা ও অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করেছেন সাতক্ষীরা জেলা মন্দির সমিতির নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার বিকেলে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়িতে এ প্রার্থনার আয়োজন করা হয়।
প্রার্থনা শেষে জেলা মন্দির সমিতির সাবেক সভাপতি বিশ্বনাথ ঘোষ, সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, সহসভাপতি স্বপন কুমার শীল, সাবেক সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ বলেন, এ ধরণের দুর্ঘটনা নজিরবিহীন। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক যারা মারা গেছে তাদের পরিচয় অবিলম্বে প্রকাশ করতে হবে। যারা দুর্ঘটনার পর ভযাবহ দৃশ্য সহ্য করতে না পেরে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন তাদেরকে উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে শুধু প্রশাসন নয়, সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। হাসপাতালে চিকিৎসাধীন সকলের রক্ত সরবরাহ ও সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। ঘটনার নেপথ্যে কোন ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখে জনসম্মুখে প্রকাশ করতে হবে।
(আরকে/এসপি/জুলাই ২২, ২০২৫)