চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে ব্যাটারি চালিত ভ্যান থেকে চার্জাার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কামরুজ্জামান (৩০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকালের দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোয়াইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।
জানা গেছে, ব্যাটারি চালিত ভ্যান চালিয়ে পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করতেন কামরুজ্জামান। সোমবার রাতে ভ্যানটি চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হওয়ার জন্য ভ্যান থেকে চার্জার খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কামরুজ্জামানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বিদ্যুতের ব্যাপারে সবার সচেতন হওয়া উচিত।
(এসএইচ/এসপি/জুলাই ২২, ২০২৫)