আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : পাওয়ার টিলার দিয়ে জমি চাষের সময় বজ্রপাতে জুয়েল হাওলাদার (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় বকুল বেগম নামের এক নারী আহত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জুয়েল বার্থী গ্রামের মজিদ হাওলাদারের ছেলে। সে ভাড়ায় টিলার চালিয়ে জীবিকা নির্বাহ করতো।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানিয়েছেন, দুপুর সোয়া একটার দিকে পাওয়ার টিলার দিয়ে বার্থী এলাকায় জমি চাষ করছিলেন জুয়েল। এরইমধ্যে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে গুরুত্বর আহত হয় জুয়েল। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. মৌলি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই বজ্রাঘাত প্রাপ্ত ওই যুবকের মৃত্যু হয়েছে।

(টিবি/এসপি/জুলাই ২২, ২০২৫)