চাটমোহরে তিন ওষুধ ব্যবসায়ীর জরিমানা

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করার অপরাধে তিন ওষুধ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে চাটমোহর পৌর সদরের হাসপাতাল গেট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুসা নাসের চৌধুরী।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে চাটমোহর পৌর সদরের পুরাতন বাজারের হাসপাতাল গেট এলাকায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করার অপরাধে মেসার্স হাজী ফার্মেসীর মালিক জিয়াউর রহমানকে ১০ হাজার টাকা, মানতাসা ফার্মেসীর মালিক সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা ও সরদার ড্রাগের মালিক ইয়াসিন আলী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ওষুধ প্রশাসনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক কে এম মুহসীনিন মাহবুব, পাবনা জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক নাজমুল হাসান উপস্থিত ছিলেন।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুসা নাসের চৌধুরী জানান, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে সংরক্ষণ করার অপরাধে ৩ ওষুধ ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।
(এসএইচ/এসপি/জুলাই ২২, ২০২৫)