মাইলস্টোনে হতাহতের ঘটনায় জামালপুরে ব্রহ্মপুত্র ইউনিভার্সিটির শোক র্যালি

রাজন্য রুহানি, জামালপুর : মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে জামালপুরে শোক র্যালি, শোকসভা ও দোয়া মাহফিল করেছে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
আজ বুধবার দুপুরে শহরের ফৌজদারি মোড় থেকে এক শোক র্যালি বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা হয়ে পুনরায় ফৌজদারি ইউনিভার্সিটি ক্যাম্পাসে গিয়ে শেষ হয় র্যালিটি।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ কে এম জাওয়াদুল হকের সভাপতিত্বে শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক শহীদুর রহমান খান।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন রেজিস্ট্রার মুহাম্মদ গোলাম মওলা, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রইস উদ্দীন, প্রক্টর মো. মিনহাজ উদ্দিন, শাহজামাল হাসপাতালের পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল, জেলা রেড ক্রিসেন্টের সাবেক যুব প্রধান মাহবুবুর রহমান জ্বিলানী, ভারপ্রাপ্ত ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক ফজলে রাব্বি রুশো, ভারপ্রাপ্ত সহকারী রেজিস্ট্রার রাফিউজ্জামামান রুপো, জনসংযোগ কর্মকর্তা রিজানুর আহম্মেদ প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী ও ৮ বিভাগের (আইন বিভাগ, সিএস ই বিভাগ, ইংরেজি বিভাগ, ই ই ই বিভাগ, বিচিত্র বিভাগ, অর্থনীতি বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও লাইব্রেরী ম্যানেজমেন্ট ইনফরমেশন সায়েন্স) ছাত্রছাত্রীরা শোকসভা, র্যালি ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রথম শোকসভা ও শোক র্যালি বের করলো।
(আরআর/এসপি/জুলাই ২৩, ২০২৫)