আবীর আহাদ


মাইলস্টোন ট্রাজেডি! যেনো বীভৎস যন্ত্রণার কঠিনতম মৃত্যুর উপত্যকা! তারচেয়েও বর্বর যন্ত্রণা নিয়ে বেঁচে-থাকা আহতদের হৃদয়ভেদি আর্তচিৎকার! পাশাপাশি নিহত ও আহতদের বাবা মা ভাই বোন দাদা দাদী নানা নানীসহ নিকট আত্বীয়-পরিজন ও দেশবাসীর বুকফাঁটা আর্তনাদে আকাশে বাতাসে হাহাকারধ্বনি গুমরে উঠছে- এই হৃদয়বিদারক অবস্থার মধ্যেও স্বজনহারা ও আহতদের অনেকের কাছ থেকে অভিযোগ উঠছে, সরকারের লোকজন নাকি নিহত-আহতদের সংখ্যা নিয়ে লুকোচুরি খেলছে! 

এ অবস্থায় মাইলস্টোন ট্রাজেডি শুধু মৃত্যুর নয়, বেঁচে থাকা মানুষগুলোর প্রতিনিয়ত জ্বলন্ত যন্ত্রণা— এ এক বিভীষিকাময় জাতীয় শোক। নিহত ও আহতদের স্বজনদের বুকফাটা কান্নায় আজ আকাশ-বাতাস ভারী। এর মাঝেও আহত ও স্বজনহারাদের অভিযোগ—সরকার নাকি সত্য গোপনের চেষ্টা করছে! এতে কার কী লাভ? আখেরে এতে কি কারো কল্যাণ বয়ে আনবে? তা মোটেই নয়। বিপরীতে এটি বরং ব্যুমেরাং হয়ে কারো কারো জন্যে করুণ পরিণতি বয়ে আনতে পারে!

আমরা সরকারের প্রতি মানবিক ও দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানাই। মনে রাখতে হবে, এটাও একটা জাতীয় মহাদুর্যোগ। এটিকে নিয়ে নোংরা রাজনীতি কোনো ভালো মানুষের লক্ষণ নয়। এরকম দুর্ঘটনার শিকার আপনি আমি তিনি সবাই হতে পারি। অতএব, নিহত-আহতদের সঠিক তথ্য প্রকাশ করুন, পরিবারগুলোর পাশে দাঁড়ান, জাতিকে জানিয়ে দিন—মানুষের জীবন আপনাদের কাছে সংখ্যার চেয়ে বেশি মূল্যবান।

দেশবাসীর প্রতি অনুরোধ—ভুলে যাবেন না, এই শোক শুধু তাদের নয়, আমাদের সবার। সবাই যেন তাদের পাশে দাঁড়াই, সত্য ও ন্যায়ের পক্ষে এক হই।

লেখক : মুক্তিযোদ্ধা লেখক ও গবেষক।